গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

আপনারা যারা অনলাইনে পেইজ নিয়ে বিজনেস করেন যারা প্রমোট বা বুস্ট কিংবা
পেইজে লাইক নেন আমার থেকে আপনাদের কে একটি বিষয় পরিষ্কার করার জন্যই পোস্ট
টা করলামঃ
পেইজ লাইক মানে অনেকেই মনে করেন পেইজে যতোজন লাইক সবাই
আপনার কাস্টমার হবে কিংবা মনে করেন যারা লাইক দিবে সবাই আপনার পেইজের পোস্ট
দেখবে,,এই ধারনা যাদের আপনাদের বলছি; সম্পূর্ণ ভুল জানেন আপনারা।।
পেইজ লাইকার সবাই যে আপনার কাস্টমার হবে তা নয়। পেইজ লাইক থেকে সেল আসবে না। পেইজ লাইক টা হলো দোকানের
ডেকোরেশন। একেকটা বিজনেস পেইজ কিন্তু একেকটা দোকান। আর সেই দোকানের
ডেকোরেশন হলো পেইজ লাইক বা ফলোয়ার। পেইজের কাভার পিক আর প্রফাইল পিক হলো
দোকানের সাইনবোর্ড। আপনার ডেকোরেশন মানুষ কিনবে না। ডেকোরেশন সুন্দর হলে
মানুষ আকৃষ্ট হয়ে আপনার দোকানে আসবে তেমনই যে পেইজে লাইক বেশি সে পেইজের
গ্রহণযোগ্য তাও বেশি। আপনি পোস্ট করা মাত্র যে লাইকার দের কাছে যাবে তা
কিন্তু নয়। যদি কেউ লাইক দিয়ে ফলোয়িং সি ফাস্ট করে কেবল তারাই পোস্ট করা
মাত্র দেখতে পাবে। প্রতিটা পোস্টের নিচে দেখবেন অর্গানিক রিচ বলে একটা অপশন
শো করে অলয়েজ। অর্গানিক রিচ হলো ফ্রি রিচ যা আপনার পেইজ এক্টিভিটিস এর উপর
নির্ভর করে ফেইসবুক কম বেশি করে দে। ফেইসবুক এর অর্গানিক রিচ হলো ৮%।
অর্থাৎ যদি আপনার পেইজে ১০০০ জন লাইকার থাকে তাহলে পোস্ট এর অর্গানিক রিচ
পাবেন সর্বোচ্চ ৮০ জন পিপল।। এর মধ্যে আবার সবাই অনলাইনে ডেইলি থাকে না।
অনেকে আপনার প্রডাক্ট টাইপের উপর ইন্টারেস্টড না সেক্ষেত্রে ওরাও বাদ। সব
বাদ দিয়ে ৬০/৬৫ জন ধরলাম।। লাইক মানুষ নে পেইজের গ্রহণযোগ্য তা বাড়ানোর
জন্য।। সেল এর জন্য নয়। সেল এর জন্য একমাত্র উপায় হলো বুস্ট।।। জানিনা
বুঝাইতে পারছি কি না।। আশাকরি আর কখনো আপনাদের থেকে শুনতে হবে না যে,,লাইক
তো দিচ্ছেন কিন্তু সেল তো হচ্ছেনা বা লাইক কম আসতেছে কেনো এই টাইপের
অবান্তর প্রশ্ন।। লাইক আমি বা অন্যকেউ দে না। এগুলো যাদের সামনে শো হয়
তাদের মেন্টালিটি। কে লাইক দিবে আর কে দিবে না তা কেউই আগে থেকে জেনে বলতে
পারবে না।।

(ধন্যবাদ)